বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জন্মদিনে রক্তাক্ত লুকে চমকে দিলেন রণবীর সিং

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   55 বার পঠিত

জন্মদিনে রক্তাক্ত লুকে চমকে দিলেন রণবীর সিং

জন্মদিনে রক্তাক্ত লুকে চমকে দিলেন রণবীর সিং

বলিউড সুপারস্টার রণবীর সিং নিজের ৪০তম জন্মদিনে অগ্নিস্বরূপ ফিরে এসেছেন। রোববার প্রকাশিত হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধরের প্রথম ঝলক, যা দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। দীর্ঘ এলোমেলো চুল, মুখে রক্তের ছাপ, ঠোঁটে ধোঁয়া ছাড়তে থাকা সিগারেট ঝলকেই স্পষ্ট হয়ে ওঠে, এটি শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, বরং রণবীরের অভিনয় জীবনে এক দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রকাশ।

গতকাল দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করেন রণবীর। এর আগেই তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব পোস্ট মুছে দিয়ে প্রোফাইল ছবি সরিয়ে রহস্যময়তা সৃষ্টি করেছিলেন। শনিবার রাতের একটি পোস্টে ‘১২:১২’ লেখা ছিল, যা প্রকাশের সময় ও তার জন্মদিনের সংগতিপূর্ণ ইঙ্গিত ছিল।

7

টিজারে দেখা যায়, এক অন্ধকার করিডোরের মধ্যে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন রক্তাক্ত এক পুরুষ, যার চোখে প্রবল প্রতিশোধের আগুন জ্বলছে। এরপর দৃশ্যপটে বিস্ফোরণ, গুলির শব্দ ও একের পর এক চমকপ্রদ অ্যাকশন দৃশ্য। দর্শকের মন কেড়ে নেয় এ দৃশ্যপট। সিনেমাটির পরিচালক আদিত্য ধর, যিনি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের জন্য বিশেষ পরিচিত। রণবীরের পাশাপাশি এ সিনেমায় রয়েছেন বলিউডের অন্য চার শক্তিমান অভিনেতা—সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন। প্রত্যেকে তাদের চরিত্রে অ্যাকশনপ্রধান রূপে হাজির হয়েছেন।

সিনেমার গল্পের পটভূমিতে রয়েছে বাস্তবতার আভাস। শোনা যাচ্ছে, ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা, যদিও নির্মাতারা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

ধুরন্ধর মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর, যেখানে এটি বড়দিনে মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত দ্য রাজা সাবের সঙ্গে। বলিউডে এ দুই সিনেমার লড়াই নিয়ে এরই মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় বইছে। কেউ লিখছেন, ‘‌আগুন লুক!’ কেউ বলছেন, ‘‌রণবীর ফিরলেন নিজের আসনে।’ বলিউড বিশেষজ্ঞরা সিনেমাটিকে ২০২৫ সালের অন্যতম উল্লেখযোগ্য চমক হিসেবে মনে করছেন। সূত্র: বলিউড হাঙ্গামা

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]