বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপে ইমিগ্রেশনের জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে দূতাবাসের পরামর্শ

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

মালদ্বীপে ইমিগ্রেশনের জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে দূতাবাসের পরামর্শ

মালদ্বীপে ইমিগ্রেশনের জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে দূতাবাসের পরামর্শ

দেশে এসে রিনিউ করা পাসপোর্ট নিয়ে ভোগান্তিতে পড়ছেন মালদ্বীপ প্রবাসীরা। আগের তথ্যের সঙ্গে মিল না থাকায় বিমানবন্দর থেকেই দেশে ফেরত যাচ্ছেন অনেকে। এ অবস্থায় ছুটিতে যাওয়ার আগে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে পাসপোর্ট রিনিউ করার পরামর্শ দিচ্ছে দূতাবাস।

মালদ্বীপ থেকে বাংলাদেশে ছুটিতে গিয়ে নাম, ঠিকানা ও বয়স পরিবর্তন করে পাসপোর্ট রিনিউ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এতে কর্মস্থলে ফিরতে গিয়ে বিপাকে পড়ছেন। নতুন পাসপোর্টের সঙ্গে মালদ্বীপ সরকারের তথ্যের মিল না থাকায় বিমানবন্দরেই আটকে দেওয়া হচ্ছে প্রবাসীদের, ফেরত পাঠানো হচ্ছে দেশে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, যেসব কর্মীর দেশে গিয়ে পাসপোর্ট নবায়ন করার ইচ্ছে রয়েছে তাদের মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে পাসপোর্ট রিনিউ করে নিতে হবে। সংশোধিত পাসপোর্টের মাধ্যমে মালদ্বীপ ইমিগ্রেশন থেকেই ভিসা সংশোধন করে নিতে হবে। অন্যথায় ভিসার জটিলতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

এসব অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধানের লক্ষ্যে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ শহরগুলোতে এবং বাংলাদেশি প্রবাসী বসবাসরত জনবহুল স্থানগুলোতে ভ্রাম্যমাণ ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বলে জানান হাইকমিশনার।

হাইকমিশনের পরামর্শ গ্রহণের সঙ্গে সঙ্গে সচেতনতাও বৃদ্ধি করতে হবে। তবেই প্রবাসী কর্মীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন কমিউনিটির নেতারা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]