
| বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
কিংবদন্তিদের নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন
বিভিন্ন বিশেষ দিবসে চ্যানেল আইয়ে থাকে বিশেষ আয়োজন। জাতীয় দিবস ছাড়াও অভিনেতা, নির্মাতাদের জন্মদিন, মৃত্যুদিনেও তাদের নিয়ে আয়োজন করে চ্যানেলটি। এবার ১৯ জুলাই একই সঙ্গে কয়েকজন কিংবদন্তির জন্ম-মৃত্যুদিন থাকায় এদিন থাকছে বেশকিছু বিশেষ আয়োজন।
১৯ জুলাই বাংলাদেশের কিংবদন্তি লেখক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বেলা ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক ‘অন্য কোনোখানে’। নাটকটি পরিচালনা করেছেন আরেক কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। সন্ধ্যায় থাকছে হুমায়ূন আহমেদের স্মরণে একটি আড্ডা অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানের নাম ‘তুমি চলে এসো এক বরষায়’।
একই দিন অর্থাৎ ১৯ জুলাই অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, কাজী আনোয়ার হোসেন, চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরীর জন্মদিন। এ উপলক্ষেও চ্যানেল আইয়ে থাকছে আলাদা আলাদা অনুষ্ঠান।
দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে ফ্রেশ-প্রিমিয়াম তারকাকথনের বিশেষ পর্ব। অতিথি হিসেবে থাকবেন আফজাল হোসেন।
রাত ১২টা ৩০ মিনিটে কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ইফতিখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর কাজী আনোয়ার হোসেন’।
এছাড়া কবরী, আফজাল হোসেন ও কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে থাকছে তিনদিনের চলচ্চিত্র উৎসব। এছাড়া থাকছে কবরীর সর্বশেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সাময়িকী’
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam