বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পারফেট্টি ভ্যান মেলের সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   37 বার পঠিত

পারফেট্টি ভ্যান মেলের সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি

পারফেট্টি ভ্যান মেলের সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি

পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের লাইফ ও মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। গার্ডিয়ান-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ; এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী; এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার সোহানুর রহমান।

পারফেট্টি ভ্যান মেলের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর; ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর; ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা; সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর; ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।

গার্ডিয়ান-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, “প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে। পারফেট্টি ভ্যান মেলের সঙ্গে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের কর্মীদের জন্য সেবা দিতে পেরে গর্বিত।”

এই চুক্তির মাধ্যমে কর্পোরেট কর্মীদের প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সল্যুশন দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিশ্রুতি আরও একবার প্রমাণিত হলো।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]