
| সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 45 বার পঠিত
রূপালী লাইফের সিইও’র বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার নির্দেশ
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গত ২২ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে এ নির্দেশনা দেয়া হয়।
মোঃ জয়নাল আবেদীন নামে একজন ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নির্দেশনা দেয়।
চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন অংশীজনের নিকট হতে এ বিভাগে তার প্রতিষ্ঠান সম্পর্কিত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ পাওয়া গেছে। এমতাবস্থায় দাখিলকৃত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ ও প্রাপ্ত দলিলাদি এ সাথে প্রেরণপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam