
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
সেপ্টেম্বরে শুরু ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তির শুটিং
অদৃশ্য ক্ষমতাধারীদের হাতেই নিয়ন্ত্রণ হয় রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সাধারণ মানুষের চোখে ধরা দেয় না তাদের অস্তিত্ব—এমন রহস্যময় ও থ্রিলারে ভরপুর গল্প নিয়েই তৈরি হয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। সিরিজটির মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর নির্মাণ করেছিলেন দক্ষ গল্পকার ও পরিচালক শিহাব শাহীন।
প্রথম কিস্তিতে অপূর্বকে দেখা গিয়েছিল একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার ভূমিকায়, যিনি অজানা এক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামেন। তীক্ষ্ণ সংলাপ, টান টান উত্তেজনা ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্যে অপূর্বর অসাধারণ পারফরম্যান্স দর্শককে মুগ্ধ করেছিল। ‘গোলাম মামুন’ মুক্তির পর তাকে অনেকেই নতুন চোখে আবিষ্কার করেন। সিরিজটি স্ট্রিমিং হয়েছিল ওটিটি প্লাটফর্ম হইচইয়ে এবং পেয়েছিল দারুণ সাড়া।
দর্শকের এ ভালোবাসা ও প্রত্যাশাকে সঙ্গী করেই এবার আসছে দ্বিতীয় কিস্তি—‘গোলাম মামুন ২’ নির্মাতা শিহাব শাহীন জানালেন, ‘এখনো স্ক্রিপ্ট লেখা চলছে, মাসজুড়ে কাজ চলবে। যদি সব পরিকল্পনামতো হয়, তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি শুটিং শুরু করব।’
এদিকে প্রায় সাড়ে সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। গত বছরের ২৬ ডিসেম্বর তিনি সেখানে গিয়েছিলেন স্ত্রী শাম্মা দেওয়ান তৃষার কাছে। দেশে ফিরেই অভিনেতা জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থেকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়া শেষ করবেন। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে।
সব মিলিয়ে ‘গোলাম মামুন’-এর নতুন কিস্তি নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে আর অপেক্ষা শুধু ক্যামেরা চালুর মুহূর্তের।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam