
বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ওমর সানী-মৌসুমী। ২৯ বছর আগে দু’জন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই সন্তান ফারদিন ও ফাইজাহ। বিবাহিত জীবনের ২৯ বছরে কখনো মৌসুমীকে ছাড়া কখনো ঈদ কাটানি এই নায়ক। তাই খুশির এই দিনে ওমর সানীর মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক।
গণমাধ্যমকে ওমর সানী বলেন, ‘ছেলে ফারদিন দুবাই, বউমা কানাডায়। মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই প্রয়োজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই এখানে আমাকে একা ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর পর এই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে তথ্যপ্রযুক্তির এই যুগে সারা পৃথিবীই হাতের মুঠোয়। এমনিতে প্রায় প্রতিদিনই ভিডিও কলে সবার সঙ্গে কথা হয়, ঈদের দিনও কথা হবে।
আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো ওমর সানির ছবি ‘ডেট বডি’। কিন্তু ঈদের একদিন আগে জানানো হয় ছবিটি ঈদের পর মুক্তি পাবে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমাদের হলসংখ্যা এমনিতেই কম। এতগুলো ছবির ভিড়ে মাত্র ৮-১০টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ নেই। এটি এমন একটি ছবি হয়েছে, ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। ‘রাজকুমার’ বেশি হল পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা শাকিবের ছবি এটি। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শাকিবের এমন সময় আমাদেরও ছিল। আমার, মান্না সাহেব, রুবেল ভাইয়ের ঈদের ছবির রমরমা ব্যবসা ছিল। এখন আমাদের সেই অবস্থা নেই। শাকিব খানেরও এখনকার অবস্থা একসময় থাকবে না। দেখা যাবে, শাকিবের ছবি পাঁচটি হলও পাবে না। এটাই বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক, পরিচালক ভালো বলতে পারবেন।’
ওমর সানীর কথা, ‘এখন এই জায়গায় নোংরাভাবে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি আগেও ছিল, কিন্তু এতটা খারাপ ছিল না। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গায়টি নষ্ট করে ফেলেছে। আর আমার সঙ্গেও এসব রাজনীতি যায়ই না। এসব কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। একসময় মৌসুমী অভিনয় ছাড়তে চেয়েছিল। আমি বলে বলে কাজ করিয়েছি। এখন মনে হয়, সেটা আমার ভুল ছিল। এখন মৌসুমী কাজ না করতে চাইলে আর বাধা দেব না। এখন পরিস্থিতি দেখে মনে হয়, শাবনূর-পপিরা সরে গেছে, ভালো করেছে। এখন থাকলে হিংসার রাজনীতিতে পড়ে ট্রলের শিকার হতে হতো তাদেরও।’
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam