শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পর্তুগাল আ. লীগের সভাপতি জসিম, সা. সম্পাদক দেলোয়ার

প্রবাস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   43 বার পঠিত

সংগৃহীত ছবি

পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার (১০ জুলাই) স্থানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জহিরুল আলম জসিমকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হন। তাছাড়া ইউরোপিয়ান আওয়ামী লীগসহ ইউরোপের অন্যান্য দেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত সভাপতি জহিরুল আলম জসিম তার প্রতিক্রিয়ায় জানান, জাঁকজমকপূর্ণ পরিবেশে পর্তুগাল ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে একটি সফল সম্মেলনে দ্বিতীয়বারের মতো পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছি। নিঃসন্দেহে সবার প্রতি কৃতজ্ঞ এবং অতীতের মতো ভবিষ্যতেও আমি সুসংগঠিত ভাবে দলকে আগলে রাখব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

প্রথমবারের মতো দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করা দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১২ বছর ধরে পর্তুগাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছি, দল আমাকে মূল্যায়ন করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে, ফলে দলের প্রতি আমার দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গেছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবং তাদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হব।

দলের আগের কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রচার সম্পাদক রেজাউল বাসেত শিমুল জানান, নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে যোগ্য নেতৃত্ব বিবেচনায় একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এবারে ১৫১ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি আসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]