
অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 100 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২০২৩ সালের মোট সিএসআর বাজেটের পাঁচ শতাংশ অনুদান হিসেবে দিয়েছে ব্র্যাক ব্যাংক।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি ট্রাস্ট তহবিল। অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য এই ট্রাস্ট গঠন করা হয়।
ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষায় দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে আমরা ট্রাস্টকে আমাদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখব।
Posted ১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam