শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসে সম্প্রীতির বন্ধনে ‘আমরা সবাই’

প্রবাসের পাতা ডেস্ক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

প্রবাসে সম্প্রীতির বন্ধনে ‘আমরা সবাই’

সংগৃহীত ছবি

আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে যেন বদ্ধ পরিকর কানাডার ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীরা। আন্তরিক আতিথেয়তায়, সুষ্ঠু সাংস্কৃতিক আবহে ‘আমরা সবাই’র দুর্গোৎসব তাঁরই চিত্র তুলে ধরল। এক ঝলকে প্রবাসী বাঙালিদের নিয়ে গেল চিরচেনা বাংলাদেশের সেই উৎসবের আলোকছটায়!

প্রবাসের মাটিতে আবেগী মানুষের মন দেশে স্বজনদের কাছে পড়ে থাকলেও পাড়ার মন্দিরে মন্দিরে আয়োজিত সেই পূজার মিল ব্যতিক্রম নয় এখানেও। প্রবাসীর দুর্গাপূজা মানেই বিশাল হলরুম ভাড়া আর অবিকল দেশীয় রীতিনীতির চর্চা। পরিবার-পরিজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বাঙালির চিরাচরিত আড্ডা। যেন একখণ্ড বাংলাদেশ।

‘আমরা সবাই’ আয়োজিত তিনদিনের দুগোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ শুধু বাঙালি সংস্কৃতির ধারাকেই তুলে ধরেনি, সৃষ্টি করেছে নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন। বাড়তি যোগ হয়েছে বিদেশিদের অংশগ্রহণ। প্রবাসের মাটিতে এটুকুও বা কম কিসের! মানুষের ভালোবাসায় ঠাঁই পেয়েছে তাদের এই আয়োজন।

আমন্ত্রিত অতিথিরা জানান, এখানে আসতে তাদের ভালো লাগে। কারণ, শৈশবের ‘বাড়ির পূজা’র অনুভূতিটুকু তাঁরা এই উৎসবে ফিরে পান। দেশীয় সংস্কৃতিকে হদয়ে ধারণ করে গানবাজনা, মিষ্টি মধুর খানাপিনা সাথে বাড়তি পাওনা হিসেবে পান দেশীয় আড্ডা!

‘আমরা সবাই’র প্রেসিডেন্ট রুপক দত্ত বলেন, ‘ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আমরা আমাদের দেশ, মাটি ও পতাকাকে বিশ্বের দরবারে সগৌরবে তুলে ধরতে চাই। আমাদের নতুন প্রজন্ম এই আনন্দ উৎসবের ধারাকে মনে-প্রাণে ধারণ করে সামনের দিকে এগিয়ে গেলেই আমাদের এই উৎসবের সার্থকতা।’

‘আমরা সবাই’র ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বসু বলেন, ‘এই দিনটির জন্য সারা বছরের প্রতীক্ষা পরিকল্পনা আর পরিশ্রম, সবই যেন ম্লান হয়ে যায় সকলের উপস্থিতিতে। বিদেশের মাটিতে আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের নিজস্ব সংস্কৃতির বলয়ে গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস।’

ভালোবাসা আর বাঙালির প্রাণের স্পন্দনে সম্প্রীতির বন্ধন সবার মঙ্গল কামনায় এমনটাই ‘আমরা সবাই’র প্রত্যাশা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]