
ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
সংগৃহীত ছবি
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ফাইন্যান্স ডিভিশনের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি গত ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড-নর্থ একেএম তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ মো. তাহের হাসান আল মামুন এবং ফাইন্যান্স ডিভিশনের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া।
একেএম তারেক ২০১৭ সালের এপ্রিলে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মো. তাহের হাসান আল মামুন ২০১৬ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া ২০০২ সালে আরআরএইচ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন।
Posted ১২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam