শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কাতারে গোলটেবিল বৈঠক

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কাতারে গোলটেবিল বৈঠক

সংগৃহীত ছবি

প্রবাসীদের পাঠানো অর্থ ও বিনিয়োগে বাংলাদেশ সরকারের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দরকার। পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুফল গণমাধ্যমে প্রচারের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে। এমনটাই মনে করেন কাতার প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা।

কাতার-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রাজধানী দোহার ম্যাজিস্টিক হোটেলের বলরুমে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে আয়োজিত ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক এসব কথা বলেন বক্তারা।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ই এম আকাশ। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন, এম সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও শফিকুল ইসলাম প্রধান।

খায়রুল আলম সবুজের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, কাতার-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, রাজ রাজীব, আল আমিন খান, ফারুক হোসেন মোল্লা ও মুরাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]