বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারবাজারে আসছে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স

বীমার খবর ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

শেয়ারবাজারে আসছে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স

সংগৃহীত ছবি

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড সম্প্রতি প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদন পেতে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে। জীবন বিমাকারীর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং প্রাক্‌-আইপিও পরিশোধিত মূলধন হল ৫০ কোটি টাকা।

বাংলাদেশের বিমা খাতে এক দশকের অভিজ্ঞতাসহ একটি বিশিষ্ট নাম আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি মোস্ট ইনোভেটিভ শরিয়া কমপ্লিয়ান্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি-২০২২’ (দ্য গ্লোবাল ইকোনমিকস, লন্ডন, ইউকে) এবং বেস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্সের (বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবেশন-২০২৩, কেএসএ) মতো কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারের সঙ্গে স্বীকৃত হয়েছে।

১৮ নভেম্বর সংশ্লিষ্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করার জন্য বিএসইসির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড নিযুক্ত করেছে।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি এবং শেয়ার ও বিনিয়োগপ্রধান রুবেল চন্দ্র পাল, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের পক্ষে চৌধুরী নাফিজ সরাফাত (চেয়ারম্যান, পদ্মা ব্যাংক লি.), স্ট্র্যাটেজিক হোল্ডিংসের গ্রুপ সিইও এহসানুল কবির, ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কবির সাদিক এবং উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]