
বাংলাদেশ ডেস্ক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 142 বার পঠিত
সংগৃহীত ছবি
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের মধ্যে যারা এখনও ধর্ম মন্ত্রণালয় ঘোষিত টাকা ফেরত নেননি, তাদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যেকে ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। ধর্ম মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত ঘোষণা থেকে এসব তথ্য জানা যায়। টাকা পেতে ধর্ম সচিবের বরাবর নির্ধারিত স্থানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে বলা হয়েছে। জানা যায়, এরই মধ্যে কেউ কেউ প্রাপ্য টাকা তুলেছেন। যারা পাওনা টাকা তোলেননি, তাদের জন্য এ ঘোষণা।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam