বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ফুটবল খেললেন মার্টিনেজ, সম্মান জানালেন ম্যারাডোনাকে

  |   বুধবার, ০৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   656 বার পঠিত

কলকাতায় ফুটবল খেললেন মার্টিনেজ, সম্মান জানালেন ম্যারাডোনাকে

সংগৃহীত ছবি

কলকাতা সফরের শেষ দিন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আকাশি-সাদা জার্সি পরে মাঠে নেমে পড়েন। ওই জার্সিতেই গোলকিপিং করেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্রয়াত কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার মূর্তিতে পুষ্প অর্পণ করেন। ম্যারাডোনার আদলে হাতে প্রতীকি বিশ্বকাপের শিরোপা নিয়ে উদযাপন করেন।

সফরের শেষ দিনেও মার্টিনেজ জ্বরে ভুগেছে কলকাতা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হয়ে কলকাতা যান তিনি। মঙ্গলবারের পর বুধবারও একাধিক কর্মসূচি ছিল তার। সকালে তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের ক্লাবে যান।

কলকাতার লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সংবর্ধনা জানানো হয় মার্টিনেজকে। সেখানে তার হাতে প্রতীকি ‘গোল্ডেন গ্লাভস’ তুলে দেওয়া হয়। আয়োজকদের চাওয়ায় গ্লাভস নিয়ে বিতর্কিত অঙ্গভঙ্গিও করেন।

দিনের শুরুতে ভিআইপি রোডের ধারে ফুটবল ঈশ্বর মারাদোনার মূর্তিতে পুষ্ক অর্পণ করেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক। সেখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার পথে ফুটবল, কাগজ ও টি-শার্টে ভক্তদের অটোগ্রাফ দেন। পরে ক্লাবের পক্ষ থেকে তাকে উত্তরীয়, মালা ও ক্লাবের নাম লেখা জার্সি তুলে দেওয়া হয়।

মার্তিনেজের সফরকে কেন্দ্র করে কয়েকটি জেলায় গোলকিপিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। নিজেও গোলকিপিং করতে নেমে পড়েন। রুখে দেন মন্ত্রী সুজিত বোসের তিনটি শট। এরপর কলকাতার লেবুতলা পার্কে অনুষ্ঠানে যান তিনি। সেখানে দর্শকদের উন্মাদনা থামাতে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয়।

এতো কিছুর পরও অবশ্য মার্টিনেজের কলকাতা সফর ঘিরে উদ্যোক্তাদের আক্ষেপ থেকে গেছে। পশ্চিবমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ করানো সম্ভব হয়নি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও কলকাতার মহরাজা খ্যাত সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির সঙ্গেও তার সাক্ষাৎ করাতে পারেননি উদ্যোক্তারা

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]