
| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
সহপাঠীর কাছ থেকে ২ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন রজনীকান্ত
রজনীকান্ত কেবল পর্দার নয়, পর্দার বাইরেও সুপারস্টার। তিনি জানেন, দর্শককে কেমন করে আমোদিত করতে হয়। তবে এত কিছুর মধ্যেও তিনি নিজের অতীত ভুলে যাননি। সেসব বিষয় তিনি মনে করেন মাঝে মাঝেই। ভক্তদের সঙ্গে ভাগ করেও নেন জীবনের অভিজ্ঞতা। সম্প্রতি তেমনই একটি অভিজ্ঞতা স্মরণ করেন ‘কুলি’র ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠানে। তিনি জানান, জীবনের এক পর্যায়ে তিনি কুলির কাজও করেছেন। সে সময়ই কলেজের এক সহপাঠী তাকে ২ রুপি পারিশ্রমিক দিয়েছিলেন।
রজনীকান্ত ভারতের সুপারস্টারদের একজন। কিন্তু একসময় তার জীবনে অনিশ্চয়তা ছিল। তিনি নানা ধরনের কাজ করেছেন। কুলির কাজও করেছেন। সেই কথা স্মরণ করে রজনীকান্ত বলেন, ‘কুলির কাজ করেছি জীবনের একটা সময়। আর সে সময় অনেকেই আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন। বকাবকি করেছেন। একদিন একটা লোক আমাকে ২ রুপি দিয়ে বললেন তার মালামাল যেন টেম্বোয় তুলে দিই। লোকটার কণ্ঠ পরিচিত লেগেছিল আমার। পরে দেখলাম, সে আমারই কলেজের সহপাঠী। সেদিন আমি ভেঙে পড়েছিলাম আর কেঁদেছিলাম।’
তবে রজনীকান্ত এখন সুপারস্টার। যেমনটা বলা হয়েছে, তিনি দর্শককে আমোদিত করতে জানেন। জীবনের দুঃখের ঘটনার পাশাপাশি তিনি মজার কথাও বলেছেন। কোরিওগ্রাফার স্যান্ডির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সে আমাকে বলেছিল, প্রথম গানেই আমরা তোলপাড় করে দেব। বিপরীতে বলেছিলাম, আমি ১৯৫০ সালের মডেলের গাড়ি আর কয়েক লাখ কিলোমিটার দৌড়েছি। আমার যন্ত্রপাতি বদল হয়েছে কয়েকবার। তাই সাবধানে কাজ করতে হবে।’
রজনীকান্ত মূলত মাস ফিল্মে অভিনয় করেন। লোকেশ কনগরাজ তাকে কাস্ট করার আগে তাকে জানিয়েছিলেন লোকেশের সিনেমা সবসময় এমন হয় না। সেটা বলার মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন আরেক কিংবদন্তি অভিনেতার রেফারেন্স। রজনী বলেন, ‘লোকেশ আমাকে বলেছিল, সে কমল হাসানের ভক্ত। আমি রেগে গিয়ে বলেছিলাম যে আমাকে কেন বলতে হবে সে কার ভক্ত। তারপর বোঝা গেল, এটা ওর বলার ভঙ্গি যে তার কাছে একটা চমৎকার গল্প আছে। সিনেমায় লোকরঞ্জন করার সংলাপ থাকবে না।’
তবে রজনী নিজেই প্রস্তাব করেছিলেন লোকেশের কাছে। তিনি বলেন, ‘‘‘কাইথি’’ দেখার পর মনে হয়েছিল এ নির্মাতার সঙ্গে আমার কাজ করা উচিত। তখন আমি তার সঙ্গে দেখা করি এবং জানতে চেয়েছিলাম, আমার জন্য তার কাছে কোনো গল্প আছে কিনা।’
এ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আরো অভিনয় করেছেন নাগার্জুন, সৌবিন সাহির, উপেন্দ্র, শ্রুতি হাসান, আমির খান প্রমুখ। এ অনুষ্ঠানে নাগার্জুনের প্রসঙ্গ তুলেও মজা করেছেন রজনীকান্ত। নাগার্জুনের চুলের দিকে ইশারা করে তিনি বলেন, ‘আমি নাগার্জুনকে দেখলাম, সিনেমার শুটিংয়ের সময়। সে এখনো আগের মতোই আছে। অথচ আমার চুল পড়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা কেমন করে সম্ভব। সে আমাকে বলল যে নিয়মিত ব্যায়াম করে এটা সম্ভব হয়েছে।’
লোকেশ কনগরাজ পরিচালিত সিনেমাটি নিয়ে বেশ আলাপ হচ্ছে অনেক দিন ধরে। এটি তার লোকি ইউনিভার্সে যুক্ত কিনা তা নিয়ে নানা জন নানা মত দিচ্ছেন। এখন সিনেমাটি মুক্তির অপেক্ষা। সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি পাবে।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam