বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার পর এবার আমেরিকায় জয়ার ‘ডিয়ার মা’

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

কলকাতার পর এবার আমেরিকায় জয়ার ‘ডিয়ার মা’

কলকাতার পর এবার আমেরিকায় জয়ার ‘ডিয়ার মা’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো অভিনয় মুগ্ধতায় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ডিয়ার মা সিনেমাটি ১৮ জুলাই মুক্তি পেয়েছে কলকাতার প্রেক্ষাগৃহে। মুক্তির পরই প্রশংসায় ভাসছেন জয়া। শুধু অভিনয়ই নয়, দর্শকের সঙ্গে সিনেমা হলে বসে সিনেমাটি উপভোগ করতেও দেখা গেছে তাকে।

সিনেমাটির ট্রেলার প্রকাশের সময়ই আলোচনায় এসেছিল, কারণ সেটি শেয়ার করেছিলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কলকাতার পর এবার ডিয়ার মা যাচ্ছে আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে।

এ তথ্য জানিয়ে জয়া আহসান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। জানিয়েছেন, ৮ আগস্ট থেকে নিউইয়র্ক, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগান, নিউ জার্সি, ফ্লোরিডাসহ কয়েকটি রাজ্যের সিনেমা হলে মুক্তি পাবে ডিয়ার মা। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

সিনেমাটিতে জয়ার পাশাপাশি আরো অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালাম তারকা পদ্মপ্রিয়া জনকীরামন।

গণমাধ্যমে সিনেমাটি নিয়ে জয়া বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প এটা। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার…এগুলো নিয়ে এগোবে সিনেমাটি। সিনেমায় আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করলাম।’

এর আগে অনিরুদ্ধের পরিচালনায় বলিউডের ‘কড়ক সিং’ ছবিতেও অভিনয় করেছিলেন জয়া। এবার ডিয়ার মায় মূল চরিত্রে অভিনয় করলেন তিনি।

এদিকে দেশেও জয়ার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে চলছে—রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এ সিনেমা দুটি ভালো সাড়া পাচ্ছে। শিগগিরই তাণ্ডব মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে।

এছাড়া চলতি বছরের ১৪ জুন কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ সিনেমায় আগের পর্বের মতো এবারো জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

একদিকে আন্তর্জাতিক মুক্তি, অন্যদিকে একাধিক দেশে সমান জনপ্রিয়তা—দুই বাংলার এ নন্দিত তারকার জয়যাত্রা যেন এখনো চলছে দুর্দান্ত গতিতে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]