বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামালদের সতর্কবার্তা সালাউদ্দিনের

খেলা ডেস্ক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   226 বার পঠিত

জামালদের সতর্কবার্তা সালাউদ্দিনের

সংগৃহীত ছবি

বাফুফে সভাপতির পাশে ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া ও তপু বর্মণ। সেমিফাইনালে উঠার জন্য বাফুফে সভাপতি খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন। জামালদের আর্থিকভাবে পুরস্কৃত করার পাশাপাশি সতর্কবাতাও দিয়েছেন।

সেপ্টেম্বরে জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। ঐ ফ্রেন্ডলির পরই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপ বাছাই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপ বাছাইয়ের জন্য জামালদের এখন থেকেই প্রস্তুত হতে বলেছেন, ‘মাস তিনেক পর বিশ্বকাপ বাছাই রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে না জিততে পারলে আমরা তিন বছর খেলার বাইরে থাকব। তাই তোমাদের সেভাবেই নিজেদের প্রস্তত করতে হবে এবং খেলতে হবে।’

২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে প্রথমে প্লে অফে জিততে হবে। প্লে অফ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। হোম অ্যান্ড অ্যাওয়ের ফলাফলের ভিত্তিতে জয়ী দল বাছাইয়ের মূল পর্বে খেলবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই এক সঙ্গেই চলবে। তাই বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে ব্যর্থ হলে বাংলাদেশ মূল প্রতিযোগিতামূলক আসর থেকে ছিটকে যাবে। তখন সাফ টুর্নামেন্ট আর ফিফা প্রীতি ম্যাচই থাকবে ভরসা। দুই সপ্তাহ পর প্রিমিয়ার লিগ শেষ হবে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর এএফসি’র টুর্নামেন্ট রয়েছে। অক্টোবরের আগে ঘরোয়া লিগ শুরু হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে সকল ফুটবলারদের ফিট রাখার পরামর্শ বাফুফে সভাপতির, ‘ফুটবলে ডেডিকেশন এবং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। অ্যালকোহল ও অন্যান্য বিষয় থেকে দূরে থাকতে হবে।’ এ সময় তিনি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের অনুশীলনের একনিষ্ঠতার একটি উদাহরণ জামালদের শোনান।

বাফুফে সভাপতি সতর্কবাতা গুরুত্ব সহকারেই নিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া, ‘আমরা অবশ্যই এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বিশ্বকাপ বাছাইতেও বজায় রাখব।’ দলের সিনিয়র ফুটবলার তপু বর্মণও জামালের সুরে বলেন, ‘সাফের মাধ্যমে আমাদের ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তত হব।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]