
| বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 224 বার পঠিত
সংগৃহীত ছবি
বড় একটা ধাক্কা খেলো সৌদি আরবের ক্লাব আল নাসর। চলতি গ্রীষ্মে নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাবটি।
২০১৮ সালে আল নাসর ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে স্ট্রাইকার আহমেদ মুসাকে কিনেছিল। তাকে ২০২০ সালে ছেড়েও দেয় সৌদি ক্লাবটি। কিন্তু লেস্টার সিটিকে চুক্তির শর্তে অনুযায়ী, এড অন্সের টাকা পরিশোধ করেনি।
খুব মোটা অঙ্কের কোন অর্থ নয়। মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ডের কারণে আল নাসরকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা দেওয়ার আগে অবশ্য আল নাসরকে সতর্ক করা হয়েছিল। ২০২১ সালে ফিফা ক্লাবটিকে জানিয়েছিল, চুক্তির শর্ত মেনে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞা পাবে তারা।
নিষেধাজ্ঞা পাওয়ার পর আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করে দিতে রাজি আছে।
চলতি মৌসুমের বেশ ক’জন ইউরোপের বড় ফুটবলার আনার পরিকল্পনা ছিল আল নাসরের। এর মধ্যে ইন্টার মিলান থেকে কেবল ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিককে কিনতে পেরেছে তারা। রোনালদো সৌদিতে এসে ক্লাবকে বড় কিছুই জেতাতে পারেননি। আগামী মৌসুমেও অন্যদের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হবে ক্লাবটির।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam