
প্রবাস পাতা ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত
সংগৃহীত ছবি
ওফেনবাখ, ফ্রাঙ্কফুর্ট এবং আশেপাশের শহরে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা।
কমিউনিটি লিডার রেজা হক সিজারের সঞ্চালনায় এবং অমিয়া, জাসিয়া ও মালিহা মিরার মনোমুগ্ধকর উপস্থাপনায় প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন খন্দকার এম গনি বিজু, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হক কামরান, আওলাদ হোসেন, মোস্তফা, পিন্টু, কাওছার হাওলাদার, জীবন সিকদার মনির, রুবেল, আব্দুল্লাহ, হাবীব এবং শাহজাহান সহ অনেক।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের আয়োজন। মজাদার দেশীয় খাবার আয়োজনে ছিলেন সালমা মোস্তফা, শেফু নেওয়াজ, মিনু মনোয়ারা, পারভিন পিন্টু, রেবা সিকদার, লিবনি নুরুদ্দিন সহ প্রবাসী বাংলাদেশি নারীরা।
অনুষ্ঠানে ছোটদের জন্য চেয়ার খেলা এবং বড়দের জন্য বালিশ খেলার আয়োজন ছিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বিভিন্ন পরিবেশনা। বিশেষ করে ছেলে মেয়েদের নাচ, বিবাহিত জুটিদের পরিবেশনা সবাইকে আনন্দিত করে। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। তাদের একের পর এক পরিবেশনা সবাইকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে ছিল সবার জন্য লটারি খেলা, যার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মালিহা এবং জিনিয়া। ঈদের পর সবাই মিলে একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা।
ঈদ পুনর্মিলনীটি পরিণত হয়েছিল ওফেনবাগ এবং আশপাশের শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। প্রবাসের কর্মব্যস্ত জীবনে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির বিস্তার করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam