
| সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 180 বার পঠিত
সংগৃহীত ছবি
স্পেন, প্যারিসের পর এবার যুক্তরাষ্ট্র লিওনেল মেসির নতুন ঠিকানা। অন্য দুই জায়গার মতো এখানেও নিজের রং দিয়ে সাজাতে চান আর্জেন্টাইন তারকা। এরই মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে মায়ামি। এতক্ষণে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কাজও সেরে ফেলেছে ক্লাবটি। দুই বছর পর ক্লাবে পছন্দের ১০ নম্বর জার্সি ফিরে পেয়েছেন তিনি। বার্সা ছাড়ার পর পিএসজিতে ৩০ নম্বর জার্সি গায়ে খেলতেন মেসি।
এবার ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল অবধি চুক্তিতে সই করে মেসি জানালেন নতুন মিশন নিয়ে তাঁর মনের কথা, ‘মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে, নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।’
এদিকে মেসির মতো মহাতারকাকে পেয়ে আনন্দিত মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম। বলছেন, মেসিকে আনতে পেরে তাঁর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, ‘১০ বছর আগে আমি যখন মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এ শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেসির মতো একজন খেলোয়াড়কে আমরা দলে টেনেছি, আমি সম্ভবত এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। পাশাপাশি একজন খুব ভালো বন্ধু, অসাধারণ একজন মানুষ এবং তার সুন্দর পরিবার ইন্টার মায়ামিতে আসায় আমি দারুণ আনন্দিত।’
সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই ক্রস আজুলের বিপক্ষে মায়ামির জার্সি গায়ে মাঠে নামতে পারেন মেসি।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam