
| শনিবার, ২২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 347 বার পঠিত
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পান কোহলি। এরপর দিন শেষে তার সঙ্গে দেখা করতে যান জশুয়া ডি সিলভার মা। মূলত কোহলির সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি পোর্ট অফ স্পেনে খেলা দেখতে এসেছিলেন। ভারতীয় দলের টিম বাসে ওঠার সময় সেখানে হাজির হন কোহলির এই নারী ভক্ত, তাকে দেখে এগিয়ে আসেন সাবেক এই ভারতীয় অধিনায়কও।
প্রথম দেখায় কোহলিকে জড়িয়ে ধরেন ডি সিলভার মা। এই সময় ৩৪ বছর বয়সী ব্যাটারকে মাতৃস্নেহের চুম্বনও দেন। পরবর্তীতে নিজের অনুভূতির কথা জানিয়ে সিলভার মা বলেন, ‘আমাদের সময়ে কোহলি হচ্ছেন অন্যতম একজন সেরা ব্যাটার। তার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। সঙ্গে আমার ছেলেও তার সঙ্গে একই মাঠে খেলছে।’
এর আগে কোহলির ব্যাটিংয়ের সময় তাকে উইকেটের পেছন থেকে উৎসাহ দিতে দেখা যা ডি সিলভাকে। প্রথম টেস্টে কোহলি ৭৬ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে করেন ১২১ রান। তার ব্যাটিংয়ের সময় পেছন থেকে স্টাম্প মাইকে ক্যারিবীয় উইকেটরক্ষককে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমার মা বলেছে বিরাটের খেলা দেখতে আসবে। ভাবতেই পারছি না। ১০০ করো বিরাট, আমি চাই তুমি শতরান করো।’
সাধারণত বিপক্ষ উইকেটরক্ষককে ব্যাটারদের মনোযোগ ব্যাহত করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু উইন্ডিজ উইকেটরক্ষক কোহলির প্রশংসা করেছেন, দিয়েছেন উৎসাহ। সিলভার কথায় ভারতীয় ব্যাটারের জন্য শ্রদ্ধা রয়েছে। কোহলিকেও দেখা যায় তার সঙ্গে হাসিমুখে কথা বলতে। তিনি সিলভাকে বলেন, ‘আমার সাফল্য নিয়ে তো তুমি খুব ভাবছো।’
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam