বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে রিটের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   55 বার পঠিত

২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে রিটের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার ১ ঘণ্টা শুনানি শেষে এ আদেশ দেন।

বিএনপি নেতা আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের আবেদনের প্রেক্ষিতে এ মুলতবি করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহম্মদ মোরশেদ।

২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্য শপথ নেন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ব্যক্তিরা সে বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে ৫ বছর। এরই পরিপ্রেক্ষিতে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের শপথ নেওয়া হয়েছে দাবি করে ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ২০১৯ সালের ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। পরে রিট আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]