বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরানের তাণ্ডবে মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন এমআই

  |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   485 বার পঠিত

পুরানের তাণ্ডবে মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন এমআই

সংগৃহীত ছবি

আইপিএলের অন্যতম সফল দল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে পা রেখেই পেল সাফল্য। এমএলসির প্রথম সংস্করণে চ্যাম্পিয়নের খেতাব উঠল এমআই নিউইয়র্কের ঝুলিতে। এমআইয়ের জয়ের নায়ক দলটির অধিনায়ক নিকোলাস পুরান। সিয়াটল ওরকাসের ১৮৩ রানের জবাবে পুরান খেলেছেন ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস। এতে ৭ উইকেটে সিয়াটলকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন এমআই।

ইনিংসে তৃতীয় বলে রানের খাতা না খুলে উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন পুরান। ৪০ বলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার ম্যাচ শেষ করে দিয়ে ক্ষান্ত হন। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছয়ে ১৩৭ রানে অপরাজিত ছিলেন পুরান। এছাড়া ডেভাল্ড ব্রেভিস ও টিম ডেভিড ২০ ও ১০ রানের ইনিংস খেলেন।

পাওয়ার প্লেতে জয়ের ভিত গড়ে এমআই নিউ ইয়র্ক। ৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করে তারা। আর ১০ ওভার খেলে লক্ষ্য পূরণ করে দলটি। ম্যাচের স্মরণীয় মুহূর্ত ছিল এমআইয়ের ইনিংসের ১৬তম ওভারে। ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার হারমিত সিংকে একটি বাউন্ডারি ও টানা তিন ছয়ে ২৪ রান তোলেন।

টুর্নামেন্টের সেরা স্কোরও এদিন করেছেন পুরান। সব মিলিয়ে তার নামের পাশে ৩৮৮ রান। শীর্ষ ব্যাটারের মতো বোলারের তালিকাতেও এক নম্বরে এমআইয়ের পেসার ট্রেন্ট বোল্ট (২২)।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]