
বাংলাদেশ ডেস্ক | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 52 বার পঠিত
সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচনকে সামন রেখে অক্টোবরে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে পূর্ব-নির্ধারিত বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
ডিসেম্বরের শেষভাগ থেকে জানুয়ারির শুরুতে হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে থাকবেন- ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।
জানা যায়, সিইসির সঙ্গে এ বৈঠকে আরপিও’র সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, ইসি সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam