
অর্থনীতি ডেস্ক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 55 বার পঠিত
সংগৃহীত ছবি
রাস্তায় গাড়ি নামাতে বাধ্যতামূলকভাবে গাড়ি বীমা থাকতে হবে– এমন নিয়ম করতে সংশ্লিষ্ট আইন সংশোধন হতে যাচ্ছে। সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার তালিকাভুক্ত বেশির ভাগ বীমা কোম্পানির শেয়ারদর ও লেনদেন বেড়েছে।
প্রধান শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৩৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির। এর মধ্যে বীমা খাতেরই ৩৪টি। যদিও এ খাতে তালিকাভুক্ত শেয়ার ৫৭টি। শুধু দরবৃদ্ধি নয়, লেনদেনও বেড়েছে এ খাতে। গতকাল ডিএসইর লেনদেন প্রায় ৪৫ কোটি টাকা বেড়ে ৪২৫ কোটি ৫১ লাখ টাকায় উন্নীত হয়েছে। এর মধ্যে বীমা খাতের লেনদেন ৩৭ কোটি ৩৪ লাখ টাকা বেড়ে ৮৯ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে।
এ দিকে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট হারিয়ে ৬২৮৮ পয়েন্টের নিচে নেমেছে। গত সপ্তাহে অধিকাংশ শেয়ারের দরপতনে সূচকটি ৩২ পয়েন্ট হারিয়েছিল। টানা ৩২ কার্যদিবস ৬৩০০ পয়েন্টের ওপর অবস্থানের গত সোমবার সূচকটি এর নিচে নামে।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, ব্যাংকাসুরেন্স চালু করতে সরকার নীতিমালা অনুমোদন করেছে– এমন খবরেও কিছুদিন আগে বীমা খাতের শেয়ারদর উল্লেখযোগ্য হারে বেড়েছিল। কিন্তু বীমা মালিকদের সংগঠনের পক্ষ থেকে ওই নীতিমালা স্থগিত চেয়ে আবেদনের খবরে ফের দর হারায়। এতে অনেক বিনিয়োগকারী লোকসানে পড়েছেন।
পর্যালোচনায় দেখা গেছে, ৫৭ বীমা কোম্পানির মধ্যে ৫৫টির কেনাবেচা হয়েছে। ৩৭টির দরবৃদ্ধির বিপরীতে ১৩টি দর হারিয়েছে এবং আটটির দর অপরিবর্তিত ছিল। সার্বিক হিসাবে এ খাতের শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ। যদিও দরবৃদ্ধির শীর্ষ ১০ শেয়ারের মধ্যে সাতটি ছিল এ খাতের। সাড়ে ৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। প্রায় সাড়ে ৮ শতাংশ দরবৃদ্ধি নিয়ে পরের অবস্থানে ছিল এশিয়া প্যাসিফিক। এর বাইরে দেশ জেনারেল, ক্রিস্টাল, গ্রিনডেল্টা এবং নিট ইন্স্যুরেন্সের দর ৫ শতাংশের ওপর বেড়েছে। বীমার বাইরে তথ্যপ্রযুক্তি এবং পাট খাতে তুলনামূলক ভালো অবস্থা ছিল। এ দুই খাতের সাত শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে পাঁচটি দর হারিয়েছে। বাকি ১৬ খাতের ৩৩ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৭০টির দর কমেছে।
সার্বিক বিচারে দর বেড়েছে ৭৫ শেয়ারের, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ১৭১টির। এ অবস্থার মধ্যেও চার শেয়ার সামান্য দর বেড়ে ফ্লোর প্রাইস ছেড়েছে। এগুলো হলো– শাহ্জালাল ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স, পদ্মা অয়েল এবং ন্যাশনাল টিউবস। বিপরীতে ঢাকা ডাইংয়ের শেয়ার ফের ফ্লোর প্রাইসে নেমেছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam