শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেটে নারীর অশালীন ছবি, সাবেক প্রেমিককে ১৩ হাজার কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   52 বার পঠিত

নেটে নারীর অশালীন ছবি, সাবেক প্রেমিককে ১৩ হাজার কোটি টাকা জরিমানা

সংগৃহীত ছবি

টেক্সাসের একটি আদালত ‘রিভেঞ্জ পর্ন’র শিকার হওয়া এক নারীর সাবেক প্রেমিকের বিরুদ্ধে ১.২ বিলিয়ন ডলার অর্থদণ্ড দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার কোটি টাকারও বেশি।

কয়েক বছর সম্পর্কে থাকার পর ‘ডি এল’ আদ্যক্ষরের এক নারীর সঙ্গে তাঁর প্রেমিকের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর প্রতিশোধ নিতে ওই নারীর সাবেক প্রেমিক তাদের আগেকার ঘনিষ্ঠ মুর্হুতের অশালীন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় সাবেক প্রেমিকের বিরুদ্ধে ২০২২ সালে আদালতে হয়রানি করার মামলা ঠুকে দেন ভুক্তভোগী নারী।

আদালতে করা অভিযোগে ওই নারী জানান, সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর সাবেক প্রেমিক সাধারণ মানুষের কাছে তাকে অপমান ও ঘৃণার পাত্র করার অংশ হিসেবে তাদের পূর্বের ঘনিষ্ঠ মুর্হুতের অশালীন ছবি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেন।

আদালতের দেওয়া রায়ের পর ওই নারীর আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ রায় ছবি–কেন্দ্রিক যৌন হয়রানির বিরুদ্ধে ভুক্তভোগীদের বিজয়।

মামলার প্রধান কৌসূলী ব্রাডফোর্ড গিল্ডে বলেন, এ ক্ষতিপূরণের এ রায় তাঁর মক্কেল ভুক্তভোগী নারীর সুনাম ফিরিয়ে দিয়েছে। আমরা আশা করবো বিশাল অঙ্কের এই ক্ষতিপূরণ রায় ভুক্তভোগীদের প্রতিরোধ বর্ম হিসেবে কাজ করবে এবং অন্যদের এ ধরনের ঘৃণ্য কাজ হতে বিরত রাখতে সক্ষম হবে।

এই মামলায় নারীর আইনজীবীরা আদালতের কাছে মূলত ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় প্রার্থনা করেছিলেন। কৌসুলীরা নারীর অশালীন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে ভুক্তভোগীকে একত্রে মানসিক, গৃহ ও যৌন নির্যাতন বলে গণ্য করতে আদালতের কাছে আর্জি জানান।

এদিকে অর্থদণ্ড পাওয়া ওই নারীর সাবেক প্রেমিকের পরিচয় জানা যায়নি। তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হননি। তার প্রতিনিধি হয়ে একজন আইনজীবি আদালতে মামলাটি লড়েন।

ভুক্তভোগী নারীর সাবেক প্রেমিকের বিরুদ্ধে দেওয়া রায়ে বলা হয়, ভুক্তভোগী নারীর অতীত ও ভবিষ্যত মানষিক যন্ত্রণা বয়ে বেড়ানোর জন্য ২০০ মিলিয়ন ডলার ও অপূরণীয় ক্ষতি সাধনের জন্য ১ বিলিয়ন ডলার অর্থদণ্ড দেওয়া হল।

অতীতেও ‘রিভেঞ্জ পর্ন’ মামলায় ভুক্তভোগীদের বিপুল অঙ্কের ক্ষতিপূরণের আদেশ দেওয়ার নজির রয়েছে মার্কিন আদালতগুলোতে। এরআগে ২০১৮ সালে এ ধরনের একটি মামলায় ক্যালিফোর্নিয়ার একজন নারীর সাবেক প্রেমিককে ৬.৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থদণ্ড প্রদানের রায় দেন আদালত। ভুক্তভোগী নারীর অশালীন ছবি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিয়েছিলেন তার সাবেক প্রেমিক।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]