
আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 63 বার পঠিত
সংগৃহীত ছবি
রুশ বাহিনীর আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অনেক দিন ধরে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। কিন্তু নানা দিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। ইউক্রেনে মস্কো বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হলে বিষয়টি আরও জোরালো হয়।
ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমান কিয়েভকে সরবরাহ করতে এ সপ্তাহে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরই ইউক্রেনের ঘাঁটিতে এ বিমান পৌঁছানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। রোববার আইন্দহোভেন বিমানঘাঁটি সফরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। সেখানে জেলেনস্কি বলেছেন, এফ-১৬ সরবরাহ আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী ও অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার চেষ্টা হয়েছে।
রাশিয়া দাবি করেছে, মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ ছাড়া বাখমুতের কাছে তিন বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুতের একটি অংশ পুনরুদ্ধার করা গেলেও দক্ষিণ ফ্রন্টে কোনো বড় অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনারা।
অন্যদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে। কারণ, এটি মস্কোর জন্য অস্তিত্বের লড়াই। খবর সিএনএন ও রয়টার্সের।
Posted ৯:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam