
ব্যাংক ডেস্ক | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 55 বার পঠিত
সংগৃহীত ছবি
টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের শতভাগ মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড। এনিয়ে টানা দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করল প্রতিষ্ঠানটি।
কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রুমে সাসটেইনেবিলিটি রেটিং-২০২২ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং হেড অব এসএমই ও সাসটেইনেবল ইউনিট প্রধান মো. মুজাহিদুল ইসলাম জোয়ারদারের হাতে সম্মাননা তুলে দেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
Posted ৭:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam