শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্কে ‘ভাড়াটের যন্ত্রণায়’ বাড়িতে আগুন লাগানো বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাসের পাতা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

নিউইয়র্কে ‘ভাড়াটের যন্ত্রণায়’ বাড়িতে আগুন লাগানো বাংলাদেশি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নিউইয়র্কে ভাড়াটের যন্ত্রণা থেকে মুক্তির আশায় নিজ বাড়িতে আগুন লাগানো এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহ ধরে তদন্ত শেষে ব্রুকলিনের বাসিন্দা রফিকুল ইসলামকে গত শুক্রবার পুলিশ গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করতে না পেরে ক্ষুব্ধ হয়ে গত ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেন। এ সময় বাড়িতে থাকা দুইজন বয়স্ক ও ছয়জন শিশু-কিশোরকে দ্রুত নিরাপদে নেওয়া হয়।

জানা যায়, ব্রুকলিনের সাইপ্রাস হিলস এলাকার ফোরবেল স্ট্রিটে রফিকুল ইসলামের বাড়ির দোতলার ভাড়াটে দীর্ঘদিন থেকে ভাড়া না দিয়েই অবস্থান করছিলেন। ক্ষুব্ধ বাড়ির মালিক নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ঘরে ৬ জন শিশু এবং দুইজন বয়স্ক লোক অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের সাক্ষাৎকারে জানা যায়, রফিকুল ইসলাম তাদের গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তার ভাড়া পরিশোধ না করলে বাড়িটি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন। অগ্নিসংযোগের জরুরি কল পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাদ দিয়ে লোকজনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

আশপাশের সার্ভিল্যান্স ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, ৯১১-এ কল করার কিছু আগে হুড পরা একজন লোক বাড়িতে প্রবেশ করছে। ভিডিও বিশ্লেষণ করে হুডযুক্ত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কয়েক সপ্তাহ সময় লাগে। নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা ও অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে বিচারকাজ পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]