
আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 51 বার পঠিত
সংগৃহীত ছবি
ইসরায়েলের সঙ্গে চারদিনের যুদ্ধবিরতির তৃতীয়দিন এক রাশিয়ানকে মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রচেষ্টা এবং ফিলিস্তিনের পক্ষে রাশিয়ার অবস্থানের কৃতজ্ঞাস্বরূপ’ রাশিয়ান পাসপোর্টধারী এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে তারা।
রোববার (২৫ নভেম্বর) এমন ঘোষণা দিয়েছে হামাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আজ তৃতীয়দিন এক মার্কিন নাগরিককে মুক্তি দিতে পারে হামাস।
গত শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, আজ তৃতীয়দিনে আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। তাদের মধ্যেই একজন আমেরিকান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত যদি হামাস আমেরিকানকে মুক্তি দেয় তাহলে— যুদ্ধবিরতির মধ্যে এবারই প্রথমবার কোনো মার্কিনি ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ছাড়া পাবেন।
সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানের সঙ্গে এ ব্যাপারে কথা বলে। সুলিভান জানিয়েছেন, তারা আশা করছেন আজ তাদের একজন নাগরিক মুক্তি পাবেন। তবে যতক্ষণ পর্যন্ত মুক্তির বিষয়টি বাস্তবে না হচ্ছে ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সুলিভান বলেছেন, ‘আমরা হামাসের সঙ্গে ডিল করছি। আমরা বর্তমানে ‘অবিশ্বাস কিন্তু যাচাই’ করার পরিস্থিতিতে আছি। তাই আমাদের বিশ্বাসের কারণ আছে, আমেরিকান জিম্মি মুক্তি পেতে পারেন।’
তিনি আরও বলেছেন, ‘আজ একটি খুশির দিন, আনন্দের দিন হওয়া উচিত। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এটি হতে না দেখছি। আমরা আমাদের আসনের কিনারাতেই থাকছি।’
ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির চারদিনে হামাস যে ৫০ জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে দু’জন আমেরিকান নারী এবং ৪ বছর বয়সী একটি শিশু থাকতে পারে।
Posted ৩:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam