বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই

শিল্প ও বাণিজ্য ডেস্ক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   66 বার পঠিত

চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই

সংগৃহীত ছবি

বাজারে চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া দেশি চিনির উৎপাদন নেই এবং ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।

রংপুর নগরীর সেন্ট্রাল রোড়ের নিজ বাসভবনে গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিনির দাম না কামানো হলেও বাণিজ্যমন্ত্রীর দাবি, শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে।

এদিকে, পোশাকশিল্পের উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার কথা জনান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। আমেরিকা-ইউরোপ এমন কিছু করবে না, যাতে বাংলাদেশের পোশাকশিল্পে প্রভাব পড়ে। এ জন্য উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়া ও নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য এই নির্বাচন। রংপুরের উন্নয়নের দায়িত্বভার কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। তাই উত্তরের উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তরে গ্যাস আসায় অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। উত্তরের মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে হলে আগামী বছর প্রধানমন্ত্রী এ ঘোষণা নিজেই দেবেন। সেই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যেই শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মাধ্যমে অন্যান্য স্থানে জায়গা করে নেবে রংপুর বলে প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]