
ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 76 বার পঠিত
সংগৃহীত ছবি
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে সম্প্রতি সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’-এর সূক্ষ্মতা এবং গভীরতা নিয়ে সাহিত্য-আলোচনা করেছে। উপন্যাসটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুনিপুণভাবে চিত্রায়িত হয়েছে।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারী ব্যাংকের সাহিত্যানুরাগী কর্মীরা উপন্যাসটির ‘বিলকিস’ চরিত্রের বিকাশ নিয়ে গভীর চিন্তাভাবনা করেন এবং কীভাবে পরিস্থিতি তাকে গল্পের নায়কে রূপান্তরিত করেছিল, তা নিয়েও নিজেদের বিশদ বিশ্লেষণ তুলে ধরেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিলকিসের বিবর্তন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে থাকা বৃহত্তর সংগ্রামে জড়িত সহনশীলতা এবং শক্তিমত্তার প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়েছিল।
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যদের মধ্যে বইপড়া ও বুদ্ধিবৃত্তিক আলোচনার সংস্কৃতি গড়ে তোলায় সচেষ্ট রয়েছে। সাহিত্যের এই প্ল্যাটফর্মটি ব্যাংকের সহকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম নিয়ে অনুসন্ধান, চিন্তাশীল আলোচনাকে উৎসাহ প্রদান এবং সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছে। বিজ্ঞপ্তি
Posted ২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam