
প্রবাস ডেস্ক | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত
সংগৃহীত ছবি
স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজু।
এসময় সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু ও সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হবে এবং একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে এম জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান ঝন্টু, রাসেল দেওয়ান, শাহ আলম, জয়নাল আবেদীন রানা, ওয়াহিদুজ্জামান, তাহের শেখ, সেলিম হাসান, রবিউল ইসলাম রবু, টুটুল শেখ, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম, রনক, তুহিন আহমদ কাইয়ুমসহ অন্যান্যরা।
Posted ৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam