
অর্থনীতি ডেস্ক | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান বড়দিনের সাজে সেজেছে। দিনটিকে জাকজমকপূর্ণ করতে লো মেরিডিয়ান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি হাজির হয়েছে ক্যান্ডি থিম ক্রিস্টমাস ডেকোরেশন নিয়ে।
লবি থেকে শুরু করে পুলসাইড পর্যন্ত সাজানো হয়েছে থিমড ডেকোর আর টুইঙ্কলিং লাইটে। এদিন ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস বুফে ডিনার এবং নিউ ইয়ার ইভের বুফে ডিনারের একটি জমকালো ভোজেরও আয়োজন করা হয়েছে।
বুফেতে রাখা হয়েছে রেস্তোরাঁ-লেটেস্ট রেসিপি স্টেক, লাইভ কাউন্টার, কার্ভিং কাউন্টার, ডেসার্টসহ অনেক মজাদার আইটেমের বুথ।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডের ‘এক্সক্লুসিভ বাই ওয়ান গেট টু অফার’। অন্যদিকে ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধাটি রয়েছে নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডে।
অনুষ্ঠানসূচিতে আরও রয়েছে সান্তার আগমন এবং ক্রিস্টমাস ক্যারোল। তাছাড়া রয়েছে ক্রিস্টমাস কিডস পুল পার্টি।
Posted ১:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam