
ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত
সংগৃহীত ছবি
ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য ‘এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন’। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্যপ্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক ‘এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন’ নামে নতুন এই সেবাপণ্য চালু করল।
গত ৩ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam