শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের ইফতার

প্রবাস ডেস্ক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত

বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের ইফতার

সংগৃহীত ছবি

বাহরাইনে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) বাহরাইনের রাজধানী মানামা মিরাডোর হোটেলে স্থানীয় সময় বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদে সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, ফুয়াদ তাহির শান্তনু, আসিফ আহমেদ, মাজহারুল হক নয়ন, বিজনেস কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, আনোয়ার হোসেন, হাসেম রানা, ইসমাইল, আরিফ আহমেদ।

আরও উপস্থিত ছিলেন তপন ভূইয়া, জালাল আহমেদ, ইস্রাফিল, মোহাম্মদ ইসলাম, আলী হোসেন, মোহাম্মদ মিজান, সিরাজুল ইসলাম চুন্নু, শাহ আলম, মুস্তাক আহম্মেদ, হারিস খলিফা, ফারুকসহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক-অরাজনৈতিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলোর শীর্ষ স্থানীয় নেতারা, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রবাসী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা এসময় বাংলাদেশ বিজনেস কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। ব্যবসা বাণিজ্যসহ সব মানবিক কাজে এ সংগঠনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ইফতারের আগ মুহূর্তে বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]