
ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত
সংগৃহীত ছবি
সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসি এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের মধ্যে পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস্রে (পাই) মাধ্যমে আয়কর প্রস্তুত, প্রক্রিয়া ও জমা দেয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল কবির। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং বিডি ট্যাক্স টেকনোলজির ম্যানেজার শামীম রহমান উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam