শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) সুপারিশ করেছে। ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান বেলাল আহমেদের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫১০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মো. সাঈদুর রহমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং কোম্পানি সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২৩ সালে বিগত যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে। ব্যাংকটি এ সময়ে ২৫৬ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেশি। গত বছরের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের মোট সম্পদ ১৪ শতাংশ এবং ইপিএস পাঁচ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের সার্বিক অগ্রগতিতে পরিচালনা পর্ষদ সন্তোষ প্রকাশ করেন। সভায় আগামী ২৬ জুন বুধবার ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। লভ্যাংশ প্রাপ্তি এবং সাধারণ সভায় যোগদানের ক্ষেত্রে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]