বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সার সংরক্ষণে চার জেলায় হচ্ছে বাফার গুদাম, ব্যয় ২৪৬ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   44 বার পঠিত

সার সংরক্ষণে চার জেলায় হচ্ছে বাফার গুদাম, ব্যয় ২৪৬ কোটি টাকা

সংগৃহীত ছবি

সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের চার জেলায় বাফার গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এজন্য ২৪৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে।

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। তবে করোনা আক্রান্ত হওয়ায় অর্থমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমম্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩য় প্যাকেজের লট-১ এবং লট-২ এর ৪টি সাইটের (জয়পুরহাট (১৫০০০মে. টন), সিরাজগঞ্জ (২০০০০মে. টন), লালমনিরহাট (১০০০০মে. টন) এবং দিনাজপুর (২০০০০ মে.টন) নির্মাণ কাজগুলো উন্মুক্ত পদ্ধতি (ওটিএম)-তে বাস্তবায়নের জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। সুপারিশ করা দরদাতা হলো যৌথভাবে এমএসসিএল ও এমএসডিবিএল।

তিনি বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পূর্ত কাজের ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রকল্পে ব্যয় হবে ১৪৯ কোটি ৩৯ লাখ ৯ হাজার ৪৭৫ টাকা। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স এবং এসএসএল। প্রকল্পের আওতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

রপ্তানি নীতিমালার খসড়ার নীতিগত অনুমোদন

এদিকে, রপ্তানি নীতিমালা ২০২৪-২০২৭ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি বা স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের সময়সীমা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]