
ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
সংগৃহীত ছবি
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক জায়গায় সব ব্যাংকিং সেবা দিতে ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ নামে একটি নতুন সেবা চালু করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটের স্বনামধন্য ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজে প্রাইমঅ্যাকাডেমিয়ার প্রথম গ্রাহক হিসেবে প্রাইম ব্যাংকের এ সেবা চালু করা হয়।
অনুষ্ঠানে ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা ও প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি নাজিম এ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিনামা হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি নাজিম এ চৌধুরী বলেন, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ধরনের একটি ব্যতিক্রমী আর্থিক সেবা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বলেন, ‘সন্তানদের শিক্ষাসংক্রান্ত সব প্রয়োজন মেটাতে এ সেবা আমাদের শিক্ষক ও অভিভাকদের জন্য সত্যিই সহায়ক হিসেবে কাজ করবে।’
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam