
ব্যাংকের খবর ডেস্ক | বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
সংগৃহীত ছবি
সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পেজ ডেভেলপম্যান্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনূসের নিকট সম্প্রতি এ সহায়তা হস্তান্তর করা হয়।
সাউথইস্ট ব্যাংক প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের বেসরকারি উন্নয়ন সংস্থা পেজ ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে এ সহায়তা প্রদান করে। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ২:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam