শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাস্টারকার্ডের লাইসেন্স পেলো মার্কেন্টাইল ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

মাস্টারকার্ডের লাইসেন্স পেলো মার্কেন্টাইল ব্যাংক

সংগৃহীত ছবি

এখন থেকে গ্রাহকদের ভিসা কার্ডের পাশাপাশি মাস্টারকার্ডও ইস্যু করতে পারবে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, কার্ড সেবাকে আধুনিক, যুগোপযোগী এবং আরও বিস্তৃত করার লক্ষ্যে মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। সম্প্রতি প্রিন্সিপাল মেম্বার হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলমের হাতে লাইসেন্স তুলে দেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী।

মার্কেন্টাইল ব্যাংক বলছে, এখন থেকে তারা ভিসা কার্ডের পাশাপাশি মাস্টারকার্ডের মাধ্যমেও গ্রাহকদের পেমেন্ট সুবিধা দিতে পারবে। মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ডের এই সংযুক্তির ফলে গ্রাহকরা বিশ্বের যে কোনও স্থানে মাস্টারকার্ডের লোগো সংবলিত এটিএম বা পস মেশিনে লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, শেয়ারহোল্ডার জালাল হোসেন খান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]