শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এনআরবিসি ব্যাংকের এজিএম

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   46 বার পঠিত

পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এনআরবিসি ব্যাংকের এজিএম

সংগৃহীত ছবি

এনআরবিসি ব্যাংকের একাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এনআরবিসি ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। অর্থাৎ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আজ ১৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর নিকুঞ্জে গ্রেস ২১ স্মার্ট হোটেলে হাইব্রিড পদ্ধতিতে (অনলাইন ও অফলাইন) এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

সকল শেয়ারহোল্ডারদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে এজিএম করতে হবে একজন উদ্যোক্তার এমন রিট আবেদনের প্রেক্ষিতে ১২ জুন বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ চার সপ্তাহের জন্য এজিএম আয়োজনের উপর স্থগিত আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এনআরবিসি ব্যাংক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

এনআরবিসি ব্যাংকের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করার সার্কুলারের নির্দেশনা মোতাবেক, হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজন করার প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করে এনআরবিসি ব্যাংক। হাই্্ব্িরড পদ্ধতির অর্থ শেয়ারহোল্ডাররা স্বশরীরে অথবা অনলাইন এজিএমে উপস্থিত থাকতে পারবেন। এজিএম স্বচ্ছতার সঙ্গে আয়োজন করার স্বার্থে দেশের এবং দেশের বাইরের শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও অংশগ্রহন নিশ্চিত করতে হাইব্রিড পদ্ধতি অবলম্বন করা হয়।

চেম্বার আদালতের নির্দেশনা মোতাবেক পূর্বনির্ধারিত সময় ও স্থান অর্থাৎ আজ বৃহস্পতিবারই এজিএম অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]