শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জার্মানিতে আনন্দ-উৎসবে প্রবাসীদের ঈদ উদযাপন

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

জার্মানিতে আনন্দ-উৎসবে প্রবাসীদের ঈদ উদযাপন

সংগৃহীত ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠ এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন তারা।

রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। নামাজের আগে কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন।

মানহাইম শহরের বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া, ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম এবং বায়তুল গফুর মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

ডার্মস্ট্যাড শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে মাসজিদ আল রাহমাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে সেখানে হয়ে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া, মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসীরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া, মিউনিখ, ডটমুন্ড ও হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]