শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কুয়েত প্রবাসীরা

প্রবাস ডেস্ক   |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সংগৃহীত ছবি

মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলাকে ‘বন্যা দুর্গত’ এলাকা ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা।

রোববার (২৩ জুন) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি জানান তারা।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন। সুনামগঞ্জ মানবকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক।

প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া শাখার আহ্বায়ক লোকমান জাহিদ, রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি লেছু মিয়াসহ অনেকে।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সিলেট বিভাগের চার জেলাকে ‘বন্যা দুর্গত’ এলাকা ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানানোর পাশাপাশি দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট অঞ্চলের মানুষদের বারবার বন্যার পানিতে কেন এত দুর্ভোগ– বিষয়টি সরকারকে খতিয়ে দেখার অনুরোধ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]