
ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 58 বার পঠিত
সংগৃহীত ছবি
এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে দুটি পুরস্কার পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে এই পুরস্কার দেওয়া হয়।
এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে পাওয়া পুরস্কার দুটি হলো ‘রেমিট্যান্স কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘সিনিয়র সিটিজেন প্রোডাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এক বর্ণিল অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম পুরস্কার দুটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান।
এদিকে, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণে আবারও দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam