বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “শান্তা লাইফ ইন্স্যুরেন্স”

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “শান্তা লাইফ ইন্স্যুরেন্স”

দেশের স্বনামধন্য কর্পোরেট হাউজ শান্তা হোল্ডিংসের নতুন অঙ্গপ্রতিষ্ঠান শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। রোববার (১ ডিসেম্বর) শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে অবস্থিত তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা আসে।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের মানুষের আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে সবার জন্য সহজ এবং গ্রহণযোগ্য বীমা পণ্য চালু করার আশ্বাস দিয়েছে। গুণগত মান বজায় রেখে দীর্ঘদিনের প্রচেষ্টায় শান্তা অন্যান্য ব্যবসায়িক খাতে যেই আস্থা স্থাপন করেছে, জীবন বীমা খাতেও সেই একই মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে প্রতিষ্ঠানটি তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বীমা খাতে স্বচ্ছতা এবং পলিসি হোল্ডারদের আস্থার যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে উঠতে শান্তা লাইফ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার ব্যাপারে আশাবাদী।

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পলিসিগুলো হচ্ছে চাইল্ড এডুকেশনাল প্ল্যান, ডিপোজিটরস প্রটেকশন স্কিম, এনডাওমেন্ট প্ল্যান, থ্রি পেমেন্ট প্ল্যান (থ্রিপিপি), এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

উদ্বোধনলগ্নে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ বলেন, “সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে জীবন বীমার একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে বীমা খাতের পেনিট্রেশন মাত্র ০ দশমকি ৪ শতাংশ, যার দ্বারা আমরা আমাদের বীমা খাতের নানান সীমাবদ্ধতার ব্যাপারে কিছুটা ধারণা পাই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির অধিকার রয়েছে। তাই, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের চাহিদা পূরণে আমরা সহজ, বোধগম্য ও গ্রহণযোগ্য বীমা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।”

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালকগণ – সাইফ খন্দকার, আরিফ খান, রাইভেন হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ। এছাড়াও, প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]