
| সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 127 বার পঠিত
ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এটিএম এনায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান।
সভায় প্রোডাক্ট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন এসভিপি (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক। ।
সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান ও সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় দেড় শতাধিক উন্নয়ন কর্মকর্তা। সভা শেষে প্রধান অতিথি নভেম্বর-২০২৪ মাসে সফল ৩ জন সংগঠন প্রধানকে পুরষ্কার বিতরণ করেন।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam