বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব ইস্যু প্রধান নির্বাচকের কাছেও অস্পষ্ট

  |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   157 বার পঠিত

সাকিব ইস্যু প্রধান নির্বাচকের কাছেও অস্পষ্ট

সাকিব ইস্যু প্রধান নির্বাচকের কাছেও অস্পষ্ট

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ভারত সফরে; কানপুর ও গোয়ালিয়র টেস্টে। এরপর আর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। দেশের মাটিতে নিরাপত্তার কারণে বারবার সমস্যা দেখা দিয়েছে। সরকারও তার নিরাপত্তার বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি। তাই বাঁহাতি অলরাউন্ডারকে দেশে ফিরিয়ে এনে জাতীয় দলে খেলানোর ঝুঁকি নেয়নি অন্তর্বর্তী সরকার।

এসব কারণে ঘোষণা দিয়েও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব। দেশের মাটিতে যেহেতু খেলতে পারবেন না, তাই দেশের বাইরেও জাতীয় দলের খেলায় সাকিবের ভেতর চলে এসেছিল অনীহা।

আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেননি সাকিব। এমনকি ওয়েস্ট ইন্ডিজেও যাননি। সব মিলে দেশের এক নম্বর অলরাউন্ডার ও টিম বাংলাদেশের এক সময়ের প্রধান চালিকাশক্তি সাকিব এখন জাতীয় দলের বাইরে।
কবে ফের জাতীয় দলে ফিরবেন সাকিব, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া তারকাকে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কিনা, এসব প্রশ্ন অনেকের মনেই ঘুরছে।

দেখতে দেখতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও চলে আসছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সাকিব কি সত্যিই খেলবেন মিনি বিশ্বকাপখ্যাত আইসিসির বিশ্বআসরে?

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে যথোচিত জবাব দিতে পারেননি তিনি।

লিপু বলেন, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি তার দলে অন্তর্ভূক্তির ব্যাপারটা সরাসরি পরিষ্কার করে বলতে পারবো না।’

সাকিব ইস্যুটা গতানুগতিক কোনো ইস্যু নয়, তা জানিয়ে লিপু বলেন, ‘এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]